রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

আশুলিয়ায় তিন মাদক কারবারি গ্রেপ্তার 

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

আশুলিয়ায় তিন মাদক কারবারি গ্রেপ্তার 

ঢাকার আশুলিয়ায় পৃথকস্থানে অভিযান চালিয়ে হেরোইন ও ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৪ একটি আভিযানিক দল। এ সময় তাদের হেফাজত থেকে ৩২৯ গ্রাম হেরোইন ও ২৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। রোববার (২ জুন) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য জানান র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।

এর আগে গত শনিবার রাতে আশুলিয়ার শ্রীপুর বাসস্ট্যান্ড এবং তার আগে দুপুরে আশুলিয়ার মোজারমিল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- রাজশাহীর তরিকুল (৫৪), ঠাকুরগাঁওয়ের আজগর আলী (৩৬), রংপুরের অমল চন্দ্র বিশ্বাস (৩৭)। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

র্যাব জানায়, শনিবার রাতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল আশুলিয়ার শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ২৬০ বোতল ফেনসিডিলসহ আজগর আলী ও অমল চন্দ্র বিশ্বাস নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এর আগে দুপুরে আশুলিয়ার মোজারমিল বাসস্ট্যান্ড এলাকা থেকে ৩৩ লাখ টাকা মূল্যের ৩২৯ গ্রাম হেরোইনসহ তরিকুল নামে আরও এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। 

র্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন ও ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো। 

টিএইচ